অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর সাথে বাংলাদেশ একটি করে মোট দুইটি সিরিজ খেলে এবং বাংলাদেশ দুই সিরিজ অর্জন করে নেয়। কিন্তু এই সুখবর এর পরও একটি দুঃখের খবর হলো বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল তিনি জানিয়েছেন টি২০ ওয়াল্ড কাপ খেলবেন না।পায়ের ইঞ্জুরির কারনে খেলেন নি প্রায় ১৫ ম্যাচ। বাংলাদেশ সিরিজ জয় করলে ও ওপেংএ ভালো কিছু করে দেখাতে পারেন নি। তাহলে কেমন জুটি হবে তামিম ছাড়া টি২০ ওয়াল্ড কাপ ওপেংয়ে৷
0 Comments