Header Ads Widget

 


দুটি ট্রেনিং ক্যাম্প, বাংলাদেশের মতো উইকেট তৈরি করে অনুশীলন, কত কিছুই না করে এই সফরে এসেছে নিউ জিল্যান্ড। কিন্তু প্রস্তুতি আর বাস্তবতার ফারাক কতটা, বুঝে গেল তারা প্রথম ম্যাচেই। মন্থর, টার্নিং ও অসমান বাউন্সের উইকেটে কিউই ব্যাটিং মুখ থুবড়ে পড়ল বাজেভাবে। বাংলাদেশ পেল টি-টোয়েন্টিতে প্রথমবার নিউ জিল্যান্ডকে হারানোর স্বাদ।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় ৭ উইকেটে।

ব্যাটিংয়ের জন্য ভীষণ দুরূহ উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড গুটিয়ে যায় স্রেফ ৬০ রানেই। এই সংস্করণে যা তাদের যৌথভাবে সর্বনিস্ন স্কোর, বাংলাদেশের বিপক্ষে সব দল মিলিয়েই সর্বনিম্ন। এই রান তাড়ায়ও অবশ্য বাংলাদেশকে খেলতে হয় ১৫ ওভার।

২ উইকেটের সঙ্গে ২৫ রান করে ম্যাচের সেরা সাকিব।

Post a Comment

0 Comments